Kashmir News: পহেলগাঁওয়ে হামলার অন্যতম চক্রী সইফুল্লা খালিদ ওরফে সইফুল্লা কাসুরি ? কী বলছে গোয়েন্দারা ?

ABP Annada LIVE: ১৬ এপ্রিল কাশ্মীর নিয়ে উস্কানিমূলক মন্তব্য় করেছিলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। তিনি বলেছিলেন, "কাশ্মীর আমাদের গলার শিরা ছিল এবং আছে। তাই আমরা কখনই ভারতের দখলদারি বিরুদ্ধে বিপ্লবী সংগ্রামে কাশ্মীরি ভাইদের ত্যাগ করতে পারব না।" অন্য়দিকে, জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার কমান্ডার আবু মুসাও হুমকি দেয়--- "ইনশাল্লাহ গুলির বৃষ্টিতে আমরা তোমাদের গলা কেটে শহিদদের আত্মত্যাগের জবাব দেব।" এসবের এক সপ্তাহের মধ্য়ে কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘটে গেল ভয়াবহ জঙ্গি হামলা।  গোয়েন্দা সূত্রে খবর, এই হামলার হামলার অন্যতম চক্রী সইফুল্লা খালিদ ওরফে সইফুল্লা কাসুরি। যে লস্করের সহ প্রতিষ্ঠাতা, ২৬/১১-র মুম্বই হামলার মূল ষড়যন্ত্রী হাফিজ সইদের অত্য়ন্ত ঘনিষ্ঠ। পহেলগাঁওকাণ্ডের পর গোটা দেশে যখন প্রত্য়াঘাতের দাবি উঠছে, তখন একটি সূত্র মারফৎ দাবি করা হয়েছে --- সেনার তরফে ইতিমধ্য়ে জঙ্গিদের ৪২টা ক্য়াম্প চিহ্নিত করা হয়েছে। পাক অধিকৃত কাশ্মীরের উত্তর পীর পঞ্জাল রেঞ্জে ১০টা লঞ্চপ্য়াড চিহ্নিত করা হয়েছে। যেখানে ৩০-৩৫ জন জঙ্গি থাকতে পারে বলে অনুমান। দক্ষিণ পীরপঞ্জাল রেঞ্জে ৩২টা লঞ্চপ্য়াড চিহ্নিত করা হয়েছে। যেখানে ১০০-র কাছাকাছি জঙ্গি থাকতে পারে বলে সেনার অনুমান।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola