Kasmir News: 'এদের ছাড়ব না, এই বলে জঙ্গিরা গুলি চালায়', বললেন নিহত সমীর গুহর পরিবার

ABP Ananda Live:  মঙ্গলবার কাশ্মীরে জঙ্গি হামলায়  প্রাণ গেল বাংলার ৩ জনের। ভূস্বর্গ দেখা সারাজীবনের জন্য বিভীষিকাময় হয়ে গেল পরিবারের কাছে । মারা গিয়েছেন দঃ কলকাতার বৈষ্ণবঘাটা লেনের বাসিন্দা বিতান অধিকারী,  বেহালার বাসিন্দা সমীর গুহ, পুরুলিয়ার বাসিন্দা মণীশ রঞ্জনের ।

কাশ্মীরে জঙ্গি হামলার শিকার হয়েছেন কলকাতার বাসিন্দা। নিহত সমীর গুহ বেহালার সখেরবাজারের বাসিন্দা। ৫২ বছরের সমীর কেন্দ্রীয় সরকারি কর্মী, স্ত্রী-মেয়েকে নিয়ে কাশ্মীরে ঘুরতে গেছিলেন। বুধবার ফেরার কথা ছিল । তার আগেই সব শেষ। 

কী ঘটেছিল সেই সময় । নিহত সমীর গুহের স্ত্রী জানালেন, ঘটনার কিছুক্ষণ আগেই ছবি তুলছিলেন তাঁরা। তারপর চেয়ারে বসেছিলেন জিরিয়ে নিতে। হঠাৎই গুলির শব্দ। কী ঘটছে বুঝতে পেরে স্থানীয়রা তাঁদের শুয়ে পড়তে বলছিল। সমীর গুহও মেয়েকে বলেছিলেন...শুয়ে পড় , শুয়ে পড় ! কিন্তু ততক্ষণে মুখে মাস্ক লাগিয়ে সামনে এসে গিয়েছিল সন্ত্রাসবাদীরা। মুখে বুলি ...ইনকো মাত ছোড়না। এরপর সমীর গুহকে সামনে পেয়ে ঝাঁঝরা করে দেওয়া হল গুলিতে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola