Kedarnath: ভক্তদের জন্য খুলে গেল কেদারনাথ মন্দির, ৮ তারিখ খুলছে বদ্রীনাথও।Bangla News
আজ খুলে গেল কেদারনাথের মন্দির। এর আগে গত ৩ মে খুলেছে গঙ্গোত্রী-যমুনোত্রী। উত্তরাখণ্ড প্রশাসন সূত্রে খবর, আগামী ৮ মে খুলবে বদ্রীনাথের মন্দির। শীতের সময় বন্ধ হয়ে গিয়েছিল কেদারনাথের মন্দির। ৬ মাস পর আজ সকাল ৬টা ২৫ মিনিটে খুলে গেল মন্দির। বৈদিক মন্ত্রোচ্চারণ করা হয়। পঞ্চমুখী শিবলিঙ্গের পুজো হল শৈব মতে। এই উপলক্ষে কয়েক কুইন্টাল ফুল দিয়ে সাজানো হয়েছে মন্দির। গত ৩ মে শুরু হয়েছে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী, এই চার ধাম যাত্রা।
Tags :
ABP Ananda KEDARNATH ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Kedarnath Temple Reopening Badrinath Temple Reopening