Kerala News: কেরলের কাসারগড়ে মন্দিরে বাজি প্রদর্শনী চলাকালীন ভয়াবহ আগুন

Continues below advertisement

ABP Ananda LIVE: কেরলের কাসারগড়ে মন্দিরে বাজি প্রদর্শনী চলাকালীন ভয়াবহ আগুন। দেড়শোরও বেশি মানুষ আহত হয়েছেন। ৯৮ জন হাসপাতালে ভর্তি, এদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সূত্রে খবর, কাসারগড়ের নীলেশ্বরমের একটি মন্দিরে গতকাল মধ্যরাতে বাজি প্রদর্শনী চলছিল। সেখান থেকে আগুন লেগে যায়। আগুনে ঝলসে যান অনেকেই। আহতদের ম্যাঙ্গালোর, কান্নুর, কাসারগড়ের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও খবর, আর জি কর মেডিক্যালে রক্তমাখা গ্লাভস-কাণ্ডের পরে এবার সামনে এল SSKM হাসপাতালে কাঁচি কেলেঙ্কারি। প্রসূতির অস্ত্রোপচারের সময়, মরচে ধরা কাঁচি ভেঙে যাওয়ার অভিযোগ করলেন এক জুনিয়র ডাক্তার। আর এসএসকেএম হাসপাতালের এই ভয়াবহ ঘটনা সামনে আসতেই সরব হয়েছেন জুনিয়র ডক্টর্স ফ্রন্টের সদস্যরা। তাঁদের পাল্টা আক্রমণ করেছে তৃণমূল। দ্রোহের কার্নিভালের পর ৪ নভেম্বর বাড়িতে বাড়িতে দ্রোহের আলো জ্বালো। ৯ নভেম্বর জনতার চার্জশিট।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram