Kerala News: ওয়েনাডে রাজ্যের ২৪২ জন পরিযায়ী শ্রমিক আটকে। রাজ্য যোগাযোগ করতে পেরেছে ১৫৫ জনের সঙ্গে
ABP Ananda LIVE: ওয়েনাডে রাজ্যের ২৪২ জন পরিযায়ী শ্রমিক আটকে। রাজ্য যোগাযোগ করতে পেরেছে ১৫৫ জনের সঙ্গে । আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ ও বীরভূমের শ্রমিকরা আটকে। রাজ্য সরকার এঁদের ব্যাপারে খোঁজ রাখছে, বিধানসভায় জানালেন মন্ত্রী মলয় ঘটক।
স্কুলে না গিয়েও ডামি শিক্ষিকা দিয়ে কাজ, অভিযুক্ত তৃণমূল নেতা। চণ্ডীপুরে অভিযুক্ত তৃণমূলের নেতা শিক্ষক স্বপন প্রধান । স্কুলে না গিয়েও বেতন তোলার অভিযোগ! মাসের শেষে হাজিরা খাতায় সই! ডামি শিক্ষিকা রেখে কাজ চালানোর অভিযোগ! শাসক নেতা শিক্ষকের কীর্তিতে শোরগোল পূর্ব মেদিনীপুরে তোলপাড় । ভিত্তিহীন অভিযোগ, সব আমার রেকর্ড বলবে, দাবি অভিযুক্ত তৃণমূল নেতার। স্কুলে না গিয়ে ডামি শিক্ষিকা রেখে কাজ চালানোর অভিযোগ উঠল তৃণমূল নেতা শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের ভগবানখালি নতুন প্রাথমিক বিদ্য়ালয়ের শিক্ষক স্বপন প্রধানকে শো-কজ করেছেন জেলা বিদ্য়ালয় পরিদর্শক। এই অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।