Kerala News: ওয়েনাডে প্রবল ধসে মৃত বেড়ে ১৭০, আহত শতাধিক। এখনও বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা

Continues below advertisement

ABP Ananda Live: কেরলের ওয়েনাডে প্রবল বৃষ্টিতে ধস, লাফিয়ে বাড়ছে মৃত্যু। ওয়েনাডে প্রবল ধসে মৃত বেড়ে ১৭০, আহত শতাধিক। এখনও ধসের নীচে বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা। গভীর রাতে ওয়েনাডের মেপ্পাডিতে অন্তত ৩বার ধস। ঘুমের মধ্যেই শিশু-সহ অধিকাংশের মৃত্যু, ৪০০ পরিবার গৃহহীন। ওয়েনাডের পার্বত্য এলাকায় ধস, উদ্ধারে বায়ুসেনার ২টি কপ্টার।

 

পর্ণশ্রীতে সরকারি অফিসারকে 'হেনস্থা', ১৯ ঘণ্টাতেই অন্তর্বর্তী জামিন তৃণমূল কর্মীর। আলিপুর আদালতে পুর আধিকারিকের পরিচয়পত্রই জমা দিতে পারল না পুলিশ জবরদখল উচ্ছেদে গেলে পুরসভার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে 'ধাক্কা' তৃণমূল কর্মীর। সরকারি কাজে বাধা-সহ একাধিক ধারা, জামিনের বিরোধিতা সরকারি আইনজীবীর। বিচারকের নির্দেশ মতো সরকারি অফিসারের পরিচয়পত্রই দেখাতে পারল না পুলিশ। 'তদন্তে সহযোগিতা করতে হবে তৃণমূল কর্মী অভিজিৎ মৈত্র ওরফে পিকলুকে'। তদন্তকারী অফিসারের সঙ্গে সহযোগিতা করতে হবে, নির্দেশ আলিপুর আদালতের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram