Khaibar Pass 2024: শিলিগুড়িতে আজ থেকে শুরু হচ্ছে খাইবার পাস। ABP Ananda live

Continues below advertisement

ABP Ananda Live: শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার দাদাভাই স্পোর্টিং ক্লাব ময়দানে আজ থেকে শুরু হচ্ছে উত্তরের খাইবার পাস। চলবে আগামী রবিবার পর্যন্ত। বিরিয়ানি থেকে কাবাব, ফিশ ফ্রাই থেকে চাইনিজ বা ধরুন শেষ পাতে আইসক্রিম বা হালুয়া, খেতে খেতে ক্লান্ত হলে রয়েছে শরবত, বা হজমি, আচারের স্টল... আপনি শুধু নাম বলবেন, আর 'খাইবার পাস' হাজির করবে। আজ্ঞে হ্যাঁ! এমনি বিবিধ খাবারের ঢালাও সম্ভার নিয়ে প্রতি বছরের মতো এবারেও হাজির এবিপি আনন্দের 'খাইবার পাস'।  বিভিন্ন রেস্তোরাঁর তাঁদের বাছাই করা বিশেষ ডিশ নিয়ে স্টলে হাজির হবেন। 

 

 

জেলে দুষ্কৃতীদের সঙ্গে রাখা হয়েছে চিন্ময়কৃষ্ণ দাসকে। তাঁকে খেতে দেওয়া হচ্ছে না। জেলের মধ্য়েই তাঁকে খুন করা হতে পারে। এমনই আশঙ্কাপ্রকাশ করলেন, কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। বাংলাদেশে অশান্তি নিয়ে উদ্বেগপ্রকাশ আদালতের । কাউকে আইনশৃঙ্খলা ভাঙতে দেওয়া যাবে না, নির্দেশ বাংলাদেশ হাইকোর্টের । বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে' । 'হিংসা রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ সরকার' । গোটা বিষয় সর্বাধিক অগ্রাধিকার দিয়ে দেখা হচ্ছে, আদালতে জানাল বাংলাদেশ সরকার।

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram