KK Death: দীর্ঘদিন ধরে হৃদরোগের সমস্যা ছিল, জানতেনই না কে কে! অতিরিক্ত উত্তেজনায় বন্ধ হয় হার্ট | Bangla News
হৃদরোগে আক্রান্ত হয়েই কে কে-র মৃত্যু, এমনই বলছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট। সূত্রের খবর, কোনও ধমনিতেই ১০০ শতাংশ ব্লকেজ ছিল না। বিভিন্ন ধমনি-উপ ধমনিতে ছোট ছোট ব্লকেজ ছিল। বাঁ দিকের মূল ধমনিতে সবচেয়ে বেশি ৭০ শতাংশ ব্লকেজ ছিল। অতিরিক্ত উত্তেজনায় কয়েক মুহূর্তের জন্য বন্ধ হয়ে যায় রক্ত চলাচল। কিছুক্ষণের জন্য অনিয়মিত হয়ে পড়ে হৃদস্পন্দন। এর ফলেই সংজ্ঞাহীন হয়ে পড়েন কে কে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়। সঙ্গে সঙ্গে সিপিআর দেওয়া গেলে, হয়তো বাঁচানো যেত শিল্পীকে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এমনই মনে করছেন চিকিৎসকরা। খবর সূত্রের। দীর্ঘদিন ধরে হৃদরোগের সমস্যা ছিল, জানতেনই না কে কে। পুলিশকে এমনই জানিয়েছেন অটোপসি বিশেষজ্ঞরা। খবর সূত্রের। পুলিশের কাছে কে কে-র স্ত্রী জানিয়েছেন, হজমের সমস্যা রয়েছে ভেবে প্রচুর অ্যান্টাসিড খেতেন কে কে। ৩০ মে কলকাতায় এসে হাত-কাঁধে ব্যথা হচ্ছে বলে স্ত্রীকে জানান। পুলিশকে জানিয়েছেন কে কে-র স্ত্রী জ্যোতি।