Bus Service Resumes: পাটুলিতে স্ট্যান্ডেই দাঁড়িয়ে বাস, 'তেল ভরার টাকা নেই', বলছেন মালিকরা

Continues below advertisement

করোনা আবহে ১৫ জুলাই পর্যন্ত রাজ্যে বহাল রয়েছে বিধিনিষেধ (Corona Restrictions)। এর মধ্যে দেড়মাস বন্ধ থাকার পর, আজ থেকে ফের রাস্তায় নেমেছে সরকারি-বেসরকারি বাস (Bus Service Resumes)। রাস্তায় সরকারি বাস কিছু দেখা গেলেও, অমিল বেসরকারি বাস। এছাড়াও অটো ও টোটো চলাচলে ছাড় দেওয়া হয়েছে। তবে সব ক্ষেত্রেই ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে গণপরিবহণ।

গতকালই বাসমালিক সংগঠনগুলির তরফ থেকে জানানো হয়েছিল, ডিজেলের দামবৃদ্ধির কারণে ভাড়া না বাড়ালে রাস্তায় বাস নামানো সম্ভব নয়। আজ পাটুলিতে ৪৫ নম্বর রুটের ১০৫টি বাসস্ট্যান্ডেই দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। এক মালিক বলেন, 'তেলের দাম এত বেড়েছে যে বাস চালানো অসম্ভব। আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গেই রয়েছি। কিন্তু তেলের দাম বৃদ্ধির কারণেই বাস রাস্তায় নামানো সম্ভব হচ্ছে না। ভাড়া বাড়ালেই যত দ্রুত সম্ভব আমরা রাস্তায় বাস নামানোর চেষ্টা করব। পরিষেবা দেওয়ার জন্যই আমরা বসে আছি। ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের কথা জানানো হলে আমরা এখনই সব বাস রাস্তায় নামিয়ে দিতে পারি। আমাদের ঘরে আর টাকা নেই। তেল ভরার টাকা কোথায় পাবো?'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram