Abhishek Banerjee Rujira CBI: মনোবল বাড়াতেই কি অভিষেকের 'শান্তিনিকেতনে' মমতা? উঠছে প্রশ্ন
কয়লাকাণ্ডের তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বয়ান রেকর্ড করলেন সিবিআই অফিসাররা। বয়ান পর্যালোচনার পর পরবর্তী পদক্ষেপ, খবর সিবিআই সূত্রে। এদিন হরিশ মুখার্জি রোডের বাড়িতে অভিষেক-পত্নীকে প্রায় সোয়া একঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই অফিসাররা। সূত্রের খবর, মূলতঃ ব্যাঙ্ককের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হয় রুজিরা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এছাড়াও, জানতে চাওয়া হয় রুজিরা বন্দ্যোপাধ্যায়ের নাগরিকত্ব নিয়ে। তাঁর কটি পাসপোর্ট রয়েছে, অভিষেক-পত্নী কোনও রেজিস্টার্ড সংস্থার সঙ্গে যুক্ত কিনা, কোনও সংস্থার পদাধিকারী কিনা তাও জানতে চাওয়া হয়। সিবিআই সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের জন্য তৈরি করা হয় ৮ পাতার প্রশ্ন তালিকা।
কয়লাকাণ্ডের তদন্তে অভিষেক-পত্নীকে জিজ্ঞাসাবাদের জন্য ৮ সদস্যের দল গঠন করা হয়। নেতৃত্বে এসপি পদমর্যাদার অফিসার বিশ্বজিৎ দাস। দলে আছেন অ্যাডিশনাল এসপি পদমর্যাদার তদন্তকারী অফিসার উমেশ কুমার। এছাড়াও, রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য এই দলে ছিলেন ডিএসপি পদমর্যাদার দুই মহিলা অফিসার।
এদিন সকালে সিবিআই আধিকারিকরা পৌঁছনোর আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বেরিয়ে যাওয়ার মিনিট চারেক পর সেখানে পৌঁছন সিবিআই অফিসাররা।