Ambedkar Bridge close: উইকএন্ডে বন্ধ থাকবে বাইপাসের আম্বেদকর সেতু

Continues below advertisement

ভারবহন ক্ষমতা পরীক্ষার জন্য এবার বন্ধ করা হবে ইএম বাইপাসের উপর আম্বেদকর সেতু (Ambedkar Bridge)। শুক্রবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত থাকবে ইএম বাইপাসের দক্ষিণমুখী রাস্তা। সেতু বন্ধ থাকায়, গোটা বাইপাস জুড়েই যানজটের আশঙ্কা রয়েছে। শনি ও রবিবার ইএম বাইপাসের উত্তরমুখী রাস্তা দিয়ে দ্বিমুখী যান চলাচল করবে। খবর কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram