ATM Fraud: ৯ দিনে গায়েব প্রায় ৪০ লক্ষ টাকা, অভিনব কৌশলে এটিএম থেকে টাকা লুঠ
Continues below advertisement
ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। আপাতত এই অভিনব কৌশলেই এটিএম থেকে টাকা লুঠ করছে প্রতারকরা। দিল্লির পর এবার কলকাতাতেও একই কায়দায় টাকা লুঠের অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে খবর, মেশিনের ভিতরে যন্ত্র বসিয়ে ব্যাঙ্কের সার্ভারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। একাধিক এটিএমে এই ধরনের কৌশল প্রয়োগ করা হচ্ছে। চলতি মাসের ১৪ থেকে ২২ তারিখের মধ্যে গত ৯ দিনে কলকাতার নিউ মার্কেট, যাদবপুর ও কাশীপুর থানা এলাকায় বিভিন্ন এটিএম থেকে ৩৯ লক্ষ ৬০ হাজার টাকা এভাবেই গায়েব করা হয়েছে বলে অভিযোগ। চক্রের জাল কতদূর বিস্তৃত তার সূত্র সন্ধান করছে পুলিশ।
Continues below advertisement
Tags :
ABP Ananda ATM ATM Fraud ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Kolkata ATM Fraud ATM Kolkata ATM Money