ATM loot: দিল্লির পর কলকাতায় অভিনব কায়দায় লুঠ, ATM-এর 'ম্যান ইন দ্য মিডল অ্যাটাক'!
অক্ষত এটিএম (ATM)। বাইরে একটা আঁচড়ও লাগেনি। অথচ ভিতর থেকে উধাও লক্ষ লক্ষ টাকা। একের পর ঘটনায় চক্ষু চড়কগাছ ব্যাঙ্ক কর্তৃপক্ষের। দিল্লির পর এবার অভিনব কায়দায় ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা ঘটল খাস কলকাতায়। অভিযোগ ১৪ থেকে ২২ মে-এর মধ্যে মাত্র নয় দিনের মাথায় শহরের বিভিন্ন এটিএম (ATM) থেকে গায়েব হয়ে গিয়েছে ৩৯ লক্ষ ৬০ হাজার টাকা। কিন্তু কীভাবে চোখের নিমেষে ব্যাঙ্কের ভাঁড়াতে হানা দিচ্ছে জালিয়াতরা? পুলিশ ও বিশেষজ্ঞদের দাবি, এই ধরনের জালিয়াতিতে ব্য়বহার হচ্ছে 'ম্যান ইন দ্য মিডল অ্যাটাক' পদ্ধতি।
Tags :
ATM Fraud ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla ATM Loot . Abp Ananda ATM Loot In Kolkata . ABP Ananda