ATM Theft Arrest: জেল থেকে বেরিয়েই এটিএম লুঠের ছক বদলে ফেলেছিল কিংপিন মনোজ
Continues below advertisement
এটিএম-এ (ATM) স্কিমার বসিয়ে লক্ষ লক্ষ টাকা গায়েবের অভিযোগে গ্রেফতার। জেল থেকে ছাড়া পেয়ে ছক বদলে 'ম্যান অন দ্য মিডল অ্যাটাক'। এটিএম-এ আঁচড় না কেটেই কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া। এটিএম প্রতারণা কাণ্ডের অন্যতম কিংপিন মনোজ গুপ্তর বিরুদ্ধে জালিয়াতির এমনই মারাত্মক অভিযোগ উঠেছে। রবিবার গুজরাতের সুরাত থেকে গ্রেফতার করা হয় মনোজ গুপ্ত ও তার ভাইকেও।
Continues below advertisement