Bengal Top News: আজ থেকে কমছে মেট্রোর সংখ্যা, ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে সব সরকারি বাস
পশ্চিম মেদিনীপুরে আক্রান্ত বিদেশ প্রতিমন্ত্রী, চুরমার গাড়ির কাঁচ। আক্রান্ত রাহুল সিনহা (Rahul Sinha)। গ্রেফতার এক তৃণমূল (TMC) কর্মী। তিন পুলিশ অফিসারকে শোকজ। কে সুরক্ষিত বাংলায়? প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রী জাভড়েকরের। কেন্দ্রীয় মন্ত্রীই উস্কানি দেন, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। অশান্ত দিনহাটা (Dinhata)। আক্রান্ত পরাজিত তৃণমূল প্রার্থী উদয়ন গুহ (Udayan Guha)। মারধরে ভাঙল হাত, মাথা ফাটল রক্ষীর। অভিযুক্ত বিজেপি (BJP), অভিযোগ অস্বীকার। ভোট পরবর্তী হিংসায় রাজ্যপালের কাছে রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। দিল্লির হিংসা, হাথরসের পর কেন যায়নি কেন্দ্রীয় দল? প্রশ্ন মমতার। কমিশনের (Election Commission) অধীনে আইনশৃঙ্খলা থাকাকালীন ১৬ জনের মৃত্যু। ৬ জন তৃণমূলের, ৬ জন বিজেপি কর্মীর মৃত্যু। সব দলের মৃত কর্মীদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য, জানালেন মমতা। আগে শান্তি ফেরান, পাল্টা দিলীপ (Dilip Ghosh)। পুলিশ প্রশাসনে ফের রদবদল। পশ্চিমাঞ্চলের আইজি, আলিপুরদুয়ারের এসপি, হাওড়া গ্রামীণের এসপি (SP) এবং পূর্ব বর্ধমানের এসপিকে পাঠানো হল কম্পালসারি ওয়েটিংয়ে। ভোটের আগে প্রতিশ্রুতি পূরণ করুন, প্রধানমন্ত্রীকে (Narendra Modi) চিঠি মমতার। ভোটের ফল বেরোতেই শিলিগুড়ির পুর প্রশাসক বদল। সরানো হল অশোক ভট্টাচার্যকে (Ashok Bhattacharya), ভোটে হারলেও নতুন দায়িত্বে গৌতম দেব। আজ থেকে আরও কমছে মেট্রো। কমছে না সরকারি বাসের সংখ্যা। করোনা নিয়ন্ত্রণে এবার সরকারি বাসে উঠতে পারবেন ৫০ শতাংশ যাত্রী। কেরলের পর এবার লকডাউনের পথে মধ্যপ্রদেশও। ১৫ মে পর্যন্ত জারি লকডাউন।