BITM: ড্রোনের উদ্ভাবন থেকে বিবর্তন, ১৩ স্কুলের পড়ুয়া নিয়ে নিয়ে BITM-এ ড্রোন তৈরির কর্মশালা। Bangla News

Continues below advertisement

পড়ুয়াদের নিয়ে BITM-এ শুরু হল ড্রোন তৈরি কর্মশালা। দু’দিনের কর্মশালায় অংশ নিয়েছে ১৩টি স্কুলের ষষ্ঠ থেকে দ্বাদশের ৬০জন ছাত্রছাত্রী। পাখির চোখে দেখার স্বপ্ন পূরণ করেছে ড্রোন। তদন্ত থেকে নিরাপত্তা, নানা কাজে এখন ড্রোনের ব্যবহার। এই ড্রোন নিয়েই কর্মশালা শুরু হল বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে। অংশ নিল কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার ১৩টি স্কুলের ষষ্ঠ থেকে দ্বাদশের ৬০ জন পড়ুয়া।ড্রোনের উদ্ভাবন, বিবর্তনের পাশাপাশি কীভাবে তা কাজ করে শেখাতেই শনি ও রবি দু’দিনের কর্মশালার আয়োজন করে বিআইটিএম।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram