Bowbazar: মেট্রোর টানেলে জল ঢোকা বন্ধ,খতিয়ে দেখা হচ্ছে সম্ভাব্য জায়গা,দাবি KMRCL সূত্রে ।Bangla News

Continues below advertisement

ফাটল নজরে আসার ৪৮ ঘণ্টা পর অবশেষে মেট্রোর টানেলে জল ঢোকা বন্ধ করা সম্ভব হয়েছে বলে KMRCL সূত্রে দাবি। 
বউবাজারে দুর্গা পিটুরি লেনে মেট্রোর কাজ চলাকালীন দেড় মিটার জায়গা জুড়ে ১১টি পকেট দিয়ে টানেলে জল ঢুকতে শুরু করে। ১০টি জায়গা দিয়ে জল ঢোকা বন্ধ করা সম্ভব হলেও, একটি জায়গা তখনও বন্ধ করা যায়নি। KMRCL সূত্রে দাবি, বাকি একটি জায়গা দিয়ে জল ঢোকা এখন বন্ধ করা গেছে। তবে অন্য কোনও জায়গা দিয়ে ফের জল ঢুকতে পারে কি না, তা খতিয়ে দেখছেন KMRCL এর আধিকারিকরা। এই টানেলে জল ঢোকার কারণে প্রায় আড়াই বছর পর বউবাজারের দুর্গা পিটুরি লেনে মেট্রোর কাজের জেরে বিপর্যয় হয়েছে। একাধিক বাড়ির দেওয়ালে ফাটল দেখা দেওয়ায় ঘর ছাড়তে হয়েছে বাসিন্দাদের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram