Budget 2022: বাজেটে কলকাতা মেট্রোর জন্য় বাড়ল বরাদ্দ, একলাফে বরাদ্দ বাড়ল পূর্ব রেল ও দক্ষিণ পূর্ব রেলেও। Bangla News
বাজেটে কলকাতা মেট্রোর জন্য় বাড়ল বরাদ্দ। বরাদ্দ বাড়ল পূর্ব রেল ও দক্ষিণ পূর্ব রেলেও। নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত প্রকল্পে বরাদ্দ বেড়ে ৩৫০ কোটি। জোকা বিবাদী বাগ মেট্রো প্রকল্পে বারদ্দ অপরিবর্তিত। এবারও বরাদ্দ করা হয়েছে ৩৫০ কোটি টাকা। তবে বরাদ্দ কমেছে নোয়াপাড়া-বারাসাত মেট্রো প্রকল্পে। গতবছর বরাদ্দ ছিল ৫২০ কোটি, এবছর ৫০৮ কোটি। পূর্ব রেলের বরাদ্দ ৮০৬ কোটি থেকে বেড়ে হল ৫ হাজার ৪৬০ কোটি। দক্ষিণ পূর্ব রেলে বরাদ্দ ৯০৬ কোটি থেকে বেড়ে হল ৫ হাজার ৬৮১ কোটি।
Tags :
Union Budget Kolkata Metro Union Budget 2022 Budget 2022 Union Budget 2022 Date Budget 2022 Date India Live Budget 2022 Budget Live 2022 Budget 2022 Date And Time Union Budget Session Kolkata Metro Budget Eastern Railway Budget