Bus Driver Death: বাসের মধ্যে উদ্ধার চালকের ঝুলন্ত দেহ

বাসের (Bus) মধ্যে উদ্ধার চালকের ঝুলন্ত দেহ। মৃতের নাম রণজিৎ দাস। আজ সকালে ঢাকুরিয়া-হাওড়া ৩৭ নম্বর রুটের একটি বাসে ওই চালকের ঝুলন্ত দেহ (Hanging Body) দেখতে পান সহকর্মীরা। প্রাথমিক তদন্তে আত্মহত্যা (Suicide) বলেই অনুমান পুলিশের। আজ থেকে রাস্তায় নামার কথা ছিল ওই রুটের বেশ কয়েকটি বাসের। তার আগে এই ঘটনায় শোকাহত মৃতের সহকর্মীরা।

এদিকে, কলকাতায় (Kolkata) সেঞ্চুরি পার করেও অব্যাহত পেট্রোলের দামবৃদ্ধি। লিটার প্রতি ৩৯ পয়সা বেড়ে আজ কলকাতায় পেট্রোলের (Petrol) দাম ১০০ টাকা ৬২ পয়সা। বেড়েছে ডিজেলের দামও। লিটার প্রতি ১৫ পয়সা বেড়ে কলকাতায় ডিজেলের (Diesel) নতুন দাম ৯২ টাকা ৬৫ পয়সা। এর আগেই অবশ্য রাজ্যের বেশ কয়েকটি জেলায় পেট্রোলের দাম ১০০ ছুঁয়েছে। জ্বালানির দামবৃদ্ধিতে পণ্য পরিবহণের খরচ বেড়ে যাওয়ায় স্বাভাবিক ভাবেই তার প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। জিনিসপত্রের আগুন দামে মাথায় হাত মধ্যবিত্তের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola