Bus Fare Tussle: প্রতি ট্রিপে কত লোকসান? সরকারকে জানালেন বাসমালিকরা
Continues below advertisement
বাস ভাড়া (Bus Fare) নিয়ে এখনও সমাধানসূত্র অধরা। ভাড়া বাড়ানোর দাবিতে অনড় বাস মালিক সংগঠনগুলি। নিজেদের মধ্যে বৈঠকের পর ফের ভাড়া বাড়ানোর দাবি তুলেছে একটি সংগঠন। বাস চালালে কত লোকসান, আর একটি সংগঠন তার হিসেব জানিয়ে চিঠি দিয়েছে পরিবহণ দফতরকে। রাস্তায় বাস নামালে প্রতি ট্রিপে লোকসান ২ হাজার ৯৯২ টাকা। মিনিবাস (Mini Bus) নামালে ১ হাজার ৬৫০ টাকা লোকসান হবে প্রতি ট্রিপে। এই দাবি করে পরিবহণ দফতরকে লোকসানের হিসেব দিল একটি বাসমালিক সংগঠন। অন্য একটি সংগঠনের দাবি, ভাড়া না বাড়ালে রাস্তায় বাস নামানো সম্ভব নয়। ফলে শুক্রবারও বাসভাড়া নিয়ে জট অব্যাহত। এদিন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিণ্ডিকেট তাদের শাখা সংগঠনগুলির সঙ্গে বৈঠক করে। সেই বৈঠকেও ভাড়া বাড়ানোর দাবি জোরালোভাবে উঠে আসে।
Continues below advertisement
Tags :
Kolkata ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Mini Bus Bus Fare Bus Fare Controversy Bus Owners’ Organisations