Kolkata: রবিবার ছুটির দিনেও অপ্রতুল বাস, যাত্রীদের ভোগান্তি

Continues below advertisement

রবিবার ছুটির দিনেও ধর্মতলা চত্বরে বাসের জন্য লাইন। আজও রাস্তায় বেসরকারি বাসের সংখ্যা কম। অভিযোগ, এই সুযোগে বেশি ভাড়া হাঁকছেন ট্যাক্সিচালকদের একাংশ। করোনা আবহে ৫০ শতাংশ যাত্রী পরিবহণ ও একইসঙ্গে পেট্রোলের মূল্যবৃদ্ধি। জোড়া ফলায় এই দুর্ভোগ বলে মনে করছেন বাসযাত্রীরা।

জ্বালানির ছ্যাঁকায় নাজেহাল সাধারণ মানুষ। আজ আবার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। লিটারপ্রতি ৪১ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের দাম হল ৯৯ টাকা ৪৫ পয়সা। বাড়ল ডিজেলের দামও। লিটারপ্রতি ২৪ পয়সা বেড়ে কলকাতায় ডিজেলের নতুন দাম ৯২ টাকা ২৭ পয়সা। বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই সেঞ্চুরি পার করেছে পেট্রোলের দাম। ক্রমাগত জ্বালানির দাম বাড়ায় প্রভাব পড়ছে বাজারে। জিনিসপত্রের আগুন দামে মাথায় হাত মধ্যবিত্তের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram