Bus Service Resume: ধর্মতলা চত্বরে নামমাত্র বেসরকারি বাস, রাস্তায় বেরিয়ে বিড়ম্বনায় নিত্যযাত্রীরা
ধর্মতলা (Dharmatala) চত্বরে আজ সকাল থেকে যে পরিমাণ বাস দেখা যাচ্ছে, তার মধ্যে ৯০ শতাংশই সরকারি বাস। বেসরকারি বাস হাতে গোনা। এর জেরে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। রাস্তায় প্রচুর পরিমাণে ট্যাক্সি (Taxi), অটোর (Auto) দেখা মিললেও বেসরকারি বাসের ওপর পরিবহণ ব্যবস্থা যথেষ্ট নির্ভরশীল। অ্যাপ ক্যাবের দেখা মিলেছে। কিছু দূরপাল্লার বাসেরও দেখা মিলেছে। বেসরকারি বাসের সংখ্যা এতটা কম হওয়ার আশঙ্কা ছিলই। কারণ বাস সংগঠনের (Bus Organizations) তরফে জানানো হয়েছিল যে পুরনো ভাড়া তালিকা মেনে এবং ৫০ শতাংশ যাত্রী নিয়ে তাদের পক্ষে রাস্তায় বাস নামানো সম্ভব নয়। পেট্রোল ও ডিজেলের অগ্নিমূল্যের জেরে প্রায় ১৫ শতাংশ ভাড়া বেড়েছে অ্যাপ নির্ভর ক্যাবে (App Based Cab)। প্রায় দেড় মাস বন্ধ থাকার পর ৫০ শতাংশ যাত্রী নিয়ে আজ থেকে ফের রাস্তায় ফিরছে সরকারি ও বেসরকারি বাস। কিন্তু এই অবস্থায় বাসমালিকদের সংগঠনগুলি বাসভাড়া বৃদ্ধির দাবিতে সরব হয়েছে। বাস মালিকদের সংগঠনগুলির দাবি, ৫০ শতাংশ যাত্রী নিয়ে পুরনো ভাড়ায় বাস চালানো সম্ভব নয়। খরচ তুলতে না পেরে ক্ষতির মুখে পড়তে হবে।