Cab Operators Agitation: ক্যাব অপারেটনের বিক্ষোভে শহরের নানা জায়গায় অশান্তি|Bangla News
চালকদের সঙ্গে কর্তৃপক্ষের দুর্ব্যবহারের অভিযোগে আজ ওলা, উবের পরিষেবা বয়কটের ডাক দিয়েছিল অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ড সহ একাধিক সংগঠন। সেই প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে শহরের একাধিক জায়গায় অশান্তির ঘটনাও ঘটেছে। আটক করা হয়েছে রাস্তায় বেরনো অ্যাপ নির্ভর ক্যাবকে। কয়েক জাগায় গাড়ি ভাঙচুরও হয়েছে। অন্যদিনের তুলনায় আজ শহরে অ্যাপ নির্ভর ক্যাবের সংখ্যা কম। নেতাজিনগর, টালিগঞ্জ সহ একাধিক এলাকায় হয়রানির শিকার হন যাত্রীরা। যাত্রী হয়রানি এড়াতে প্রতিবাদকারী সংগঠনগুলির তরফে চালু করা হয় হেল্পলাইন নম্বর।
Tags :
ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla App Cab