Calcutta Medical College: মেডিক্যাল কলেজ লক্ষাধিক টাকার ইঞ্জেকশন চুরির ঘটনায় কাঠগড়ায় TMC ঘনিষ্ঠ চিকিৎসক

Continues below advertisement

কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে উধাও করোনা চিকিত্‍সায় গুরুত্বপূর্ণ, প্রায় ১১ লক্ষ টাকার ২৬টি টসিলিজুমাব ইঞ্জেকশন। এই ইঞ্জেকশন হাতানোর অভিযোগে নাম জড়িয়েছে শাসকদলের ঘনিষ্ঠ এক চিকিত্‍সকের।  ওই চিকিত্‍সকের সঙ্গে সংশ্লিষ্ট সিস্টার ইনচার্জের কথোপকথনের একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। অভিযুক্ত চিকিত্‍সক সেই অডিও ক্লিপে শাসক দলের চিকিত্‍সক নেতা নির্মল মাজির নাম করেছেন। নির্মল জানিয়েছেন, ঘটনার সময় তিনি নির্বাচনের কাজে ব্যস্ত ছিলেন। নাম করে কেউ তুলে থাকলে সেই দায়িত্ব তাঁর নয়। এ নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন নির্মল মাজি। এই ঘটনার তদন্তে তৈরি হয়েছে কমিটি। সেই কমিটির শুনানিও শুরু হয়েছে। আজই আইএনটিইউসি সেবাদলের তরফে মেডিক্যালের সুপারের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। সূত্রের দাবি, সুপার আশ্বাস দিয়েছেন, তদন্তে কাউকে রেয়াত করা হবে না। বউবাজার থানায়ও ইমেলের মাধ্যমে দায়ের হয়েছে অভিযোগ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram