Parking Fee Hike : কলকাতায় আরও দামি পার্কিং ফি

Continues below advertisement

কলকাতায় আরও দামি পার্কিং ফি। দু'চাকা থেকে চার চাকা, বাস, পণ্য়বাহী গাড়ি, এবার থেকে সব ক্ষেত্রেই বর্ধিতহারে দিতে হবে পার্কিং ফি। কলকাতা পুরসভা সূত্রে খবর, চারচাকা গাড়ির ক্ষেত্রে এবার থেকে প্রথম দু ঘণ্টার জন্য় দিতে হবে ২০ টাকা। তিন ঘণ্টায় ৮০ টাকা। ৪ ঘণ্টায় ১২০ টাকা। ৫ ঘণ্টায় ১৬০ টাকা এবং তারপর ঘণ্টা পিছু অতিরিক্ত ১০০ টাকা করে দিতে হবে, এমনই খবর কলকাতা পুরসভা সূত্রে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram