CHC: 'রাস্তায় বেরিয়ে গণ্ডগোল করলে হেফাজতে নেবে পুলিশ', রাকেশকে হুঁশিয়ারি আদালতের|Bangla News

Continues below advertisement

বাড়িতে বসে যা ইচ্ছে করুন, রাস্তায় বেরিয়ে গণ্ডগোল করলে পুলিশকে বলা হবে হেফাজতে নিতে। চিড়িয়াখানায় গণ্ডগোল সংক্রান্ত মামলায় বিজেপি (BJP) নেতা রাকেশ সিংহকে (Rakesh Singh) এই বলেই হুঁশিয়ারি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।  সেইসঙ্গে মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে সংযত থাকার নির্দেশ দিয়েছে আদালত। রাকেশ সিং এখনও চিড়িয়াখানার সামনে এসে হুমকি দিচ্ছেন বলে হাইকোর্টে জানিয়েছে রাজ্য। মামলা চলছে বলে পুলিশ রাকেশের বিরুদ্ধে পদক্ষেপ করছে না বলেও রাজ্যের তরফে জানানো হয়েছে। পাল্টা রাকেশের অভিযোগ, মুখ্যমন্ত্রীর ভাইয়র নেতৃত্বে শাসকদলের কর্মীরাই গণ্ডগোল করেছে।  আগামী বৃহস্পতিবার পরবর্তী শুনানি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram