Chitfund: 'এখন যিনি তৃণমূলের মুখপাত্র তখন তিনিও বলতেন সবচেয়ে বড় বেনেফিসিয়ারি সবচেয়ে বড় নেত্রী': সুজন

Continues below advertisement

এন্টালিতে চিটফান্ডের পর্দাফাঁস। সুজন চক্রবর্তীর বক্তব্য, 'চিটোফান্ড কেলেঙ্কারি যে একটা ভয়াবহ চেহারা নিয়েছিল, সে বিষয়ে আমরা সবাই সহমত। এবং তার যারা মাথা তাঁরা যে অত্যন্ত প্রভাবশালী বা প্রভাবশালীদের ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন একথা আমরা সবাই বুঝতে পেরেছি। এখন যিনি তৃণমূলের মুখপাত্র তখন তিনি বলতেনও বটে যে সবচেয়ে বড় বেনেফিসিয়ারি তো আমাদের রাজ্যের সবচেয়ে বড় নেত্রী। তা সত্ত্বেও সমস্যাটা তো মিটল না। শ্যামল সেন কমিশন তো কার্যত মাঝরাস্তায় বন্ধ হয়ে গেল। সরকার যে আইন এনেছিল তার কি কার্যকারিতা কেউ জানে না। সরকার যে আর্থিক প্রকল্প নিয়েছিল তার খবরও কেউ জানে না। সব ধামাচাপা পড়ে গেল। তৎকালীন অর্থমন্ত্রীকে তখন অভিযোগ করা হলে তিনি তখন অস্বীকার করেছিলেন। তবে মন্দের ভালো এই চক্র এখনও খুঁজে পাওয়া যাচ্ছে, তাদের ধরা যাচ্ছে'।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram