Kolkata Containment zone: কলকাতায় কনটেনমেন্ট জোনের সংখ্যা বেড়ে হল ৪৮ । Bangla News
ফের বেলাগাম করোনা সংক্রমণ। কলকাতায় বাড়ল কনটেনমেন্ট জোনের সংখ্যা। ২৫ থেকে একলাফে কলকাতার কনটেনমেন্ট জোনের সংখ্যা বেড়ে হল ৪৮। এবার স্বাস্থ্য ভবনেই (Health Department) করোনার হানা, ৬৬জন আক্রান্ত। স্বাস্থ্য ভবনের ৬৬জন কর্মীর করোনা রিপোর্ট পজিটিভ। ১৩৭জনের নমুনা পাঠানো হয়েছিল কল্যাণীতে, ৬৬জনের পজিটিভ।
ক্রমশই কলকাতায় লাফিয়ে বাড়ছে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে সংক্রমণ। এনআরএসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৯৮ জন। আর জি করে আক্রান্তের সংখ্যা ১২৪ জন। কলকাতা মেডিক্যালে সংক্রমিত চিকিৎসক স্বাস্থ্যকর্মীর সংখ্যা ২৫০ পার। চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যালে আক্রান্ত ১৮৪ জন ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী।
করোনায় বেহাল ঝাড়গ্রামের স্বাস্থ্য ব্যবস্থা। জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে সুপার সহ একাধিক চিকিৎসক আক্রান্ত হয়েছেন। সংক্রমের থাবা এবার করোনা পরীক্ষার ল্যাবেও।