Corona: কলকাতার ডন বস্কো স্কুলে খোলা হল করোনা চিকিত্‍সা কেন্দ্র, ৩০টি বেড নিয়ে শুরু কাজ

Continues below advertisement

ভয়ঙ্কর করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা। স্বজন হারানোর হাহাকার চারদিকে। হাসপাতালে বেড পাওয়ার জন্য চেষ্টা আক্রান্তদের। এই অবস্থায় করোনা রোগীদের সাহায্যার্থে এগিয়ে এল কলকাতার ডন বসকো স্কুল। তাদের সঙ্গে রয়েছে আরও দুটি সংগঠন। আপতত রাখা হয়েছে ৩০টি বেড।  ৭ জন রোগী ভর্তি রয়েছেন এখন। প্রতিদিন অন্তত কম খরচে খাবার, ওষুধ দেওয়ার ব্যবস্থা রয়েছে।   
অন্যদিকে, করোনা আক্রান্তদের সাহায্যে এগিয়ে এসেছেন কলকাতা পুরসভার ৬৮ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর সুদর্শনা মুখোপাধ্যায়। গড়িয়াহাটের ফার্ন রোডে কমলা চ্যাটার্জি গার্লস স্কুলে রবিবার চালু হল কোয়ারেন্টিন সেন্টার। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram