Corona: কলকাতায় ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, সতর্ক থাকার বার্তা চিকিৎসক দীপ্তেন্দ্র সরকারের | Bangla News

Continues below advertisement

পুজোর পরে উদ্বেগ বাড়াচ্ছে কলকাতার (Kolkata) করোনা সংক্রমণ। 'গত ২৪ ঘণ্টায় কলকাতায় ২৬০জন করোনা আক্রান্ত। ডবল ডোজের পরেও করোনা আক্রান্ত ১৬৩জন। আক্রান্ত ২৬০ জনের মধ্যে ২০১ জন করোনার উপসর্গহীন', কলকাতা পুরসভা এই রিপোর্ট পাঠাচ্ছে নবান্ন ও স্বাস্থ্য দফতরে। এপ্রসঙ্গে চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার বলেন, "পরিস্থিতি উদ্বেগজনক তো বটেই। যেহেতু কলকাতার বেশির ভাগ মানুষই ডবল ডোজ নিয়েছেন, তাই এত বোকামি করা সত্ত্বেও এখনও পর্যন্ত হাসপাতালের রোগী ভর্তির হার বাড়েনি। পুজো পরবর্তী সাতদিন শেষে আমরা পুরো চিত্রটা বুঝতে পারব। আমার অনুরোধ থাকবে, আসন্ন কোনও উৎসবে যেন আমরা আর বোকামি না করি।"  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram