Corona Updates: মাস্ক না পরলে উঠতে দেওয়া হবে না বাসে, ঘোষণা বাস সংগঠনগুলির

Continues below advertisement

মাস্ক না পরলে উঠতে দেওয়া হবে না বাসে। ঘোষণা জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের। নির্দেশিকায় বলা হয়েছে, বাস চালক ও কনডাক্টরদের পাশাপাশি যাত্রীদেরও মাস্ক পরা বাধ্যতামূলক। তবে নিয়ম রয়েছে খাতা-কলমে।এদিন ধর্মতলা, রবীন্দ্র সদনের আশপাশের এলাকায় অনেক বাসেই দেখা গেল নিয়ম ভঙ্গের ছবি। বাসচালক, কনডাক্টর, যাত্রী কারোর মুখে মাস্ক আছে, কারোর মুখে নেই।

 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram