Covid 19 Updates: 'লোকাল ট্রেন চললে সংক্রমণ বাড়বে গ্রামে', রাজ্যের সিদ্ধান্তকে স্বাগত চিকিৎসক দীপ্তেন্দ্র সরকারের

Continues below advertisement

করোনাকালে (Corona) রাজ্যে ৩০ জুলাই পর্যন্ত বাড়ল বিধি নিষেধ। এবার সাধারণ যাত্রীর জন্য খুলল মেট্রো (Metro)। সোমবার-শুক্রবার ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো। আপাতত চালু হচ্ছে না লোকাল ট্রেন। বিয়ে বাড়িতে ৫০ জনের বেশি আমন্ত্রিত নয়। এপ্রসঙ্গে চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার (Dr. Diptendra Sarkar) বলেন, "করোনাকালে মানুষের মৃত্যু এবং অর্থনীতির লড়াই দুটি দুদিকে চলে। লোকাল ট্রেন না চলায় সাধারণ মানুষের খুব অসুবিধা হবে। কিন্তু করোনা আক্রান্তের সংখ্যার দিকে তাকালে বোঝা যাবে এই সিদ্ধান্ত সংক্রমণের বিষয়টি মাথায় রেখেই নেওয়া হয়েছে। যদি লোকাল ট্রেন চালু করা হয় তবে গ্রামাঞ্চলে করোনা সংক্রমণ অনেক বেড়ে যাবে, সেই জন্যই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। মেট্রো যেহেতু কলকাতা শহরের মধ্যে সীমাবদ্ধ ফলে সেই চিন্তাটি নেই। কিন্তু লোকাল ট্রেন চালু হলে গ্রামাঞ্চলে সংক্রমণের আশঙ্কা বেড়ে যাবে। রাজ্যের এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram