COVID Effect: করোনামুক্ত হয়েও কি দৃষ্টিশক্তি ক্ষীণ হতে পারে? আতঙ্ক বাড়ল সঙ্গীতশিল্পী পরমা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে

Continues below advertisement

করোনা (Corona) মুক্ত হয়েও দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে যায় ? সঙ্গীতশিল্পী পরমা বন্দ্যোপাধ্যায়ের (Paroma Banerjee) বক্তব্য তৈরি করল নতুন আশঙ্কা। “কয়েক সপ্তাহ আগে জ্বর হয়, দু’মাস আগেই করোনা মুক্তি। শুক্রবার থেকে বাঁ চোখ ঝাপসা”, নিজের অবস্থার কথা জানালেন পরমা। “করোনা ফুসফুসকে (Lungs) সংক্রমিত করে, দৃষ্টিশক্তি ক্ষীণ (Vision) হয় কি না পরীক্ষার পর বোঝা যাবে। চোখের এই সমস্যা, আমি ওঁকেই প্রথম দেখলাম। আশা করছি চিকিৎসার মাধ্যমে এই সমস্যার সমাধান হয়ে যাবে”, জানালেন চিকিৎসক মনীশ গঙ্গোপাধ্যায়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram