COVID Update: কলকাতায় এল কোভিশিল্ডের ৪ লক্ষ ৮০ হাজার ডোজ, আজ হবে ডোজ-বণ্টন

Continues below advertisement

কীভাবে এই যুদ্ধ জিতব আমরা? অবর্ণনীয় পরিস্থিতি রাজ্যে রাজ্যে। হাসপাতালগুলির এই চেহারা। পাড়ায় পাড়ায় কান্নার রোল। কঠিন এই করোনার সময়ে ভ্যাকসিন (Corona Vaccine) ভরসা আম আদমির। কিন্তু সেই ভ্যাকসিনের ভাঁড়ারেই এখন টানাটানি। এই অবস্থায় বুধবার বিকেলে পুনের সিরাম ইনস্টিটিউট (SERUM Institute) থেকে কলকাতায় এসেছে কোভিশিল্ডের (Covishield) ৪ লক্ষ ৮০ হাজার ডোজ। বৃহস্পতিবার বাগবাজারের সেন্ট্রাল স্টোর থেকে ভ্যাকসিনের ডোজ বণ্টন শুরু হবে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram