COVID Update: ভোর থেকে লাইন দিয়েও মেলেনি দ্বিতীয় ডোজ, বেনিয়মের অভিযোগে বিক্ষোভ কলকাতা মেডিক্যালে

Continues below advertisement

কলকাতা মেডিক্যাল (Calcutta Medical College and Hospital) কলেজে ভ্যাকসিন-বিক্ষোভ। আজ ১০০ জনকে কোভ্যাকসিনের (Covaxin) দ্বিতীয় ডোজ দেওয়ার কথা ছিল। অভিযোগ, ভোর থেকে লাইনে দাঁড়িয়েও অনেকেই টিকা পাননি। কোভ্যাকসিন দেওয়া নিয়ে হাসপাতালের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ তুলে বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ চলে। যদিও বেনিয়মের অভিযোগ মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি, লাইনে দাঁড়িয়ে অনেকেই নিজের পরিবারের অন্য সদস্যদের জন্য টোকেন সংগ্রহ করছেন, সেই কারণেই এই ঘটনা। পাশাপাশি জানানো হয়েছে, হাসপাতালের তরফে প্রতিদিন ১০০ জনকে কোভ্যাকসিন ও ২০০ জনকে কোভিশিল্ড (Covishield) দেওয়া হচ্ছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram