Covid Updates: শুভ্রজিৎ থেকে ভাস্বর, কলকাতা-সহ সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় খাবার-কোভিডের প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দিচ্ছেন টেলি তারকারা

Continues below advertisement

কোভিড আবহে ভয়াবহ পরিস্থিতি দেশে। মিলছে না হাসপাতালে বেড কিংবা পর্যাপ্ত অক্সিজেন। অন্যদিকে কোভিডের পাশাপাশি সম্প্রতি ইয়াসের তাণ্ডবেও বিপর্যস্ত সুন্দরবন সহ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকার মানুষ। এই পরিস্থিতিতে একে অপরের পাশে থাকার বার্তা দিচ্ছেন প্রত্যেকেই। বাদ নেই টেলি তারকারাও। কোভিড মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অভিনেতা শুভ্রজিৎ দত্ত। উত্তর কলকাতার একটি সংস্থার সঙ্গে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করছেন তিনি। এই দুঃসময়ে দুঃস্থদের পাশে এসে দাঁড়িয়েছেন ভাস্বর চট্টোপাধ্যায়। তাঁদের দিকে বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। কলকাতার বিভিন্ন জায়গায় পাশাপাশি সুন্দরবনে প্রত্যন্ত এলাকায় পৌঁছে দিচ্ছেন প্রয়োজনীয় ওষুধ পত্র এবং খাবার।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram