Covid Updates: 'লোকাল ট্রেনের ভিড়ে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না', ট্রেন বন্ধের সিদ্ধান্তকে স্বাগত ড. জয়দেব রায়ের
আগামীকাল থেকে সমস্ত লোকাল ট্রেন চলাচল বন্ধ। সংখ্যায় অর্ধেক হবে রাজ্য পরিবহনের বাস এবং মেট্রো। বিমানে রাজ্যে আসতে গেলে লাগবে কোভিড নেগেটিভ রিপোর্ট। জরুরি ভিত্তিতে কেউ এলে ১৪ দিন থাকতে হবে কোয়ারিন্টিনে। ঘোষণা মুখ্যমন্ত্রীর। এই নিয়ে শিশুরোগ বিশেষজ্ঞ ড. জয়দেব রায় বলেন, "আমরা বারবার বলছি, স্বাস্থ্য বিধি মানতে হবে, মাস্ক পরতে হবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। এগুলো সমস্ত মানুষ মেনে উঠতে পারছেন না। বিশেষ লোকাল ট্রেনে ভিড়ে আসার সময় সামাজিক দূরত্ব ঠিক করে মানা যাচ্ছে না। ব্যাঙ্কেও ১০০% কর্মী নিয়ে কাজ করলে সামাজিক দূরত্ব মানা সম্ভব নয়। তাই যে ব্যবস্থাগুলি নেওয়া হয়েছে তার জন্য আমি সরকারকে সাধুবাদ জানাব। কারণ কোভিডকে নিয়ন্ত্রণে আনতে হবে। পুরো লকডাউন অর্থনৈতিক দিকে ক্ষতি করে দেখা গেছে। তাই এই সিদ্ধান্ত একদিক থেকে ঠিক বলে আমি মনে করি। পরে আলোচনা করে আর কোনও ব্যবস্থা নেওয়া যায় কি না তা ভাবা যেতে পারে। তবে স্বাস্থ্য বিধি মানতেই হবে আরও বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করতে হবে।"