Covid Updates: ‘দুয়ারে অক্সিজেন’ নিয়ে চেতলা অগ্রণী, 'ক্লাবে ফোন করলেই মিলবে পরিষেবা', জানালেন ফিরহাদ

Continues below advertisement

চেতলা অগ্রণী (Cheta Agrani) ক্লাবের উদ্যোগে চালু হল দুয়ারে অক্সিজেন (Oxygen) পরিষেবা। উদ্বোধন করলেন ক্লাবের সভাপতি ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি জানিয়েছেন, আপাতত ২০টি অক্সিজেন কনসেনট্রেটর জোগাড় করা হয়েছে। চাহিদা অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে অক্সিজেন পরিষেবা দেবেন চেতলা অগ্রণী ক্লাবের সদস্যরা। ফিরহাদ হাকিম জানান, 'ভবিষ্যতে অক্সিজেন কনসেনট্রেটর সংখ্যা আরও বাড়ানো হবে।' তিনি বলেন, ‘অক্সিজেন সিলিন্ডার রিফিলিং করা, তার মিটার জোগাড় করায় অনেক সমস্যা আছে। তাই আমরা অক্সিজেন কনসেনট্রেটর জোগাড় করেছি, যার মূল্য প্রায় ১ লক্ষ টাকা। ক্লাবের ফোন নম্বরে যোগাযোগ করলে ক্লাবের সদস্যরা বাড়িতে অক্সিজেন পরিষেবা দিতে যাবে।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram