Morning Headlines: কলকাতায় ফের যকের ধন! ইডির তল্লাশি অভিযানে চক্ষু চড়কগাছ
কলকাতায় ফের যকের ধন! কয়লাকাণ্ডে বালিগঞ্জে নির্মাণকারী সংস্থার অফিসে ইডির তল্লাশি অভিযান, বান্ডিল বান্ডিল নোটে কোটি টাকারও বেশি বাজেয়াপ্ত।
১০ ঘণ্টা কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযানে বালিগঞ্জ থেকে প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকার হদিশ। বাজেয়াপ্ত ডেক্সটপ খতিয়ে দেখবেন তদন্তকারী আধিকারিকরা।
খারিজ জামিন-আর্জি। জেলেই মানিক। পার্থের সঙ্গে জুটি বেঁধে দুর্নীতি। বেসরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজের অনুমোদনে পার্থ নিতেন ৬ থেকে ৮ লক্ষ, মানিক ২ থেকে ৫ লক্ষ, দাবি ইডির।