Cut Money Controversy: কাটমানি ইস্যুতে রাজ্যকে খোঁচা কলকাতা হাইকোর্টের

Continues below advertisement

রাজ্যকে কাটমানি কটাক্ষ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। রাজ্যে হোম-নির্মাণেও কাটমানি। কাটমানি দিয়ে কি ঠিকাদারের রাজপ্রাসাদ তৈরি হয়? হোমের অব্যবস্থা মামলায় মন্তব্য বিচারপতির সৌমেন সেনের। একটি হোমের একতলা বানাতে এক কোটি একচল্লিশ টাকার টেন্ডার। এরপরেও হোমগুলির অবস্থা খারাপ কেন? কি অবস্থায় রয়েছে হোমগুলি? টেন্ডার সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট তলব। 

উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ তালিকা প্রকাশ। তালিকাভুক্ত প্রার্থীর চেয়ে বেশি নম্বর পেয়েও বাতিল তালিকায় নাম। শিক্ষাগত যোগ্যাতার নথি আপলোডের প্রমাণ আছে। তারপরেও আপলোড হয়নি বলে বাতিল তালিকায়। একাধিক অভিযোগ নিয়ে কমিশনের দরজায় প্রার্থীরা।  এবিষয়ে কমিশনের এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। নম্বর সহ তালিকা প্রকাশের পরেও 'অসন্তোষ'। 

এক সপ্তাহর মধ্যে, আপার প্রাইমারি টেটে নিয়োগের, পূর্ণাঙ্গ ইন্টারভিউ লিস্ট প্রকাশ করতে হবে। তালিকায় রাখতে হবে নম্বর, বিস্তারিত তথ্য। যাঁদের নাম বাদ গেল, প্রকাশ করতে হবে তাঁদের নম্বরও। সমস্ত নিয়ম মানলে, তুলে নেওয়া হবে নিয়োগে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ। স্কুল সার্ভিস কমিশনকে গত শুক্রবার এই নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তাকে মান্যতা দিয়েই আজ, বৃহস্পতিবার তালিকা প্রকাশ করেছে কমিশন।

রাজ্যকে কাটমানি কটাক্ষ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। রাজ্যে হোম-নির্মাণেও কাটমানি। কাটমানি দিয়ে কি ঠিকাদারের রাজপ্রাসাদ তৈরি হয়? হোমের অব্যবস্থা মামলায় মন্তব্য বিচারপতির সৌমেন সেনের। একটি হোমের একতলা বানাতে এক কোটি একচল্লিশ টাকার টেন্ডার। এরপরেও হোমগুলির অবস্থা খারাপ কেন? কি অবস্থায় রয়েছে হোমগুলি? টেন্ডার সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট তলব। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram