Cyber Crime: সোশ্যাল মিডিয়ায় ‘ধর্ষণের হুমকি’র ঘটনায় লালবাজারে আজই অভিনেত্রী প্রত্য়ুষা পালের বয়ান রেকর্ড

অভিনেত্রী প্রত্য়ুষা পালকে (Pratyusha Paul) ধর্ষণের হুমকি মামলার তদন্ত শুরু করল পুলিশ। আজ লালবাজারে ডেকে পাঠানো হয় অভিনেত্রী প্রত্যূষা পালকে। তাঁর কী কী অভিযোগ রয়েছে তা জানতে চাওয়া হয়। এর আগেও তাঁর কাছ থেকে তথ্য নেওয়া হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে যে অ্যাকাউন্ট থেকে বারবার হুমকি দেওয়া হচ্ছিল সেই অ্যাকাউন্ট ও মেসেজগুলির স্ক্রিনশটও পেশ করা হয়েছে পুলিশ আধিকারিকদের কাছে। আজই অভিনেত্রীর বয়ান রেকর্ড করা হবে বলে খবর সূত্রের। তদন্তকারীরা মূলত তিনটি বিষয় জানার চেষ্টা করছেন। প্রথম, কে বা কারা এই ধর্ষণের হুমকির পিছনে রয়েছে। সে বা তারা প্রত্যূষার পরিচিত বা অনুরাগী কিনা খতিয়ে দেখা হবে। পুরনো কোনও শত্রুতার বিষয় রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola