Dead Body Recovered: সিঁথিতে বাড়ি থেকে উদ্ধার একাকী বৃদ্ধার রক্তাক্ত মৃতদেহ
সিঁথি (Sinthi) থানার অন্তর্গত কেদারনাথ দাস লেনের বাড়ি থেকে উদ্ধার বৃদ্ধার মৃতদেহ। ৭০ বছরের বৃদ্ধার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। জানা যাচ্ছে, পরিবারের কেউ তাঁর সঙ্গে থাকতেন না, বাড়িতে একাই থাকতেন ওই বৃদ্ধা। বাড়িতে যারা ভাড়া থাকেন, তারাই প্রথম ঘটনাটি জানতে পারেন। পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে দেহ উদ্ধার করে। আগে থেকেই বৃদ্ধার মাথায় চোট ছিল বলে জানা যাচ্ছে। বৃদ্ধার মাথায় ব্যান্ডেজ করা ছিল। তবে কীভাবে মৃত্যু? খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে, বয়স ৬০-এর কোঠা পেরিয়েছে অনেকে আগেই। করোনা ওয়ার্ডে মানুষের সেবা করতে করতে আক্রান্ত হয়েছেন কোভিডে। ৩ দিন অচৈতন্য থাকার পর, ৩ বার পজিটিভ রিপোর্ট আসার পরেও জয় করেছেন করোনাকে। করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যেও কাজ করে চলেছেন অকুতোভয় প্রতিমা। হাওড়ার (Howrah) উলুবেড়িয়ার সঞ্জীবন হাসপাতালের চিফ মেট্রন প্রতিমা দেশমুখ। গতবছর ৩০ জানুয়ারি কেরলে (Kerala) মিলেছিল দেশের প্রথম করোনা (Corona) আক্রান্তের হদিশ। ২২ মার্চ সংক্রমণ রুখতে দেশে জনতা কার্ফু জারি হয়। ২৫ মার্চ দেশজুড়ে জারি হয় ২১ দিনের লকডাউন। করোনার তীব্র আতঙ্ক যখন গোটা দেশে, তখনও ষাটোর্ধ্ব এই নার্সের সারাদিনের ঠিকানা ছিল করোনা ওয়ার্ড। সল্টলেকের ঠিকানা ভুলে হাসপাতালই হয়ে উঠেছিল তাঁর বাড়িঘর।