Death in Agra: 'গুরুতর অপরাধ, মানসিক বিকৃতির পরিচয়', আগ্রায় 'ইচ্ছাকৃত অক্সিজেন বন্ধের ঘটনায়' ২২ রোগীর মৃত্যুতে সরব দীপ্তেন্দ্র সরকার

Continues below advertisement

আগরায় (Agra) হাসপাতালে ২২ জন করোনা (Corona) রোগীর মৃত্যু। ৫ মিনিট অক্সিজেন বন্ধ করে মক ড্রিলের অভিযোগ। ৫ মিনিট অক্সিজেন ছাড়া কে কে থাকতে পারেন, তা পরীক্ষা করতে মক ড্রিলের অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে, দাবি আগরার জেলাশাসকের। ঘটনায় তদন্তের নির্দেশ আগরা জেলা প্রশাসনের। এপ্রসঙ্গে চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার (Diptendra Sarkar) বলেন, "এই ঘটনা মানসিক বিকৃতির পরিচয়। এই ঘটনা গুরুতর অপরাধ। এটি ভেবে আমার শিরদাঁড়া দিয়ে ঠাণ্ডা স্রোত বয়ে যাচ্ছে। এরকম কেন করল, কী অবস্থায় করল, যারা করেছে তাদের চিকিৎসার প্রয়োজন।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram