Red Road Accident: ফোর্ট উইলিয়মের পাঁচিল ভাঙল বেপরোয়া মিনিবাস, মৃত ১

Continues below advertisement

দেড় মাস পর রাস্তায় বাস নামার প্রথম দিনই রেড রোডে ভয়াবহ দুর্ঘটনা। বাইক আরোহীকে ধাক্কা মেরে ফোর্ট উইলিয়মের (Fort William Accident) পাঁচিলে ধাক্কা মিনিবাসের (Minibus Accident)। গুরুতর আহত ১৭ জন। বেপরোয়া বাসের ধাক্কায় এক জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।  বাসের তলায় বেশ কিছুক্ষণ আটকে থাকেন এক বাইক চালক।  পরে ক্রেন দিয়ে মিনিবাসটিকে সরিয়ে নীচ থেকে সংজ্ঞাহীন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার জেরে লন্ডভন্ড হয়ে যায় মিনিবাসের ভিতরের অংশ, সিট। আহত হন ১৭ জন বাস যাত্রী। দুর্ঘটনার সময় বাসে ৩০-৩৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। 

প্রত্যক্ষদর্শীদের দাবি, মেটিয়াবুরুজ-হাওড়া রুটের ওই মিনি বাসটি বেপরোয়া গতিতে যাওয়ার সময় ফোর্ট উইলিয়ামের গেটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাইক আরোহীকে ধাক্কা মারে। পরে রেলিং ভেঙে ধাক্কা মারে ফোর্ট উইলিয়মের পাঁচিলে। আহতদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর যান নিয়ন্ত্রণে পুলিশকে সাহায্য করতে এগিয়ে আসেন সেনা জওয়ানরা।  পরে ঘটনাস্থলে আসেন পুলিশ কমিশনার। দুর্ঘটনাগ্রস্ত বাসের মেকানিক্যাল পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন তিনি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram