Debanjan Deb Update: দেবাঞ্জনের কসবার অফিসে ত্রি ডি স্ক্যানার দিয়ে তল্লাশি, উদ্ধার গুরুত্বপূর্ণ নথি
ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে (Fake Vaccination) তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে উঠে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য। আজ দেবাঞ্জন দেবের (Debanjan Deb) অফিসে তল্লাশি চালালো গোয়েন্দা বিভাগের বিশেষজ্ঞ দল। আজ দেবাঞ্জনের কসবার (Kasba) রাজডাঙার অফিসে যান তদন্তকারীরা। তাঁরা সেখানে নিয়ে যান ভুয়ো আইএএস দেবাঞ্জনকেও। তাঁর অফিসের ল্যাপটপ, ডেস্কটপ থেকে নথি উদ্ধারের চেষ্টা করছেন তদন্তকারীরা। তদন্তে জানা গেছে কসবায় দেবাঞ্জন দেব কলকাতা কর্পোরেশনের একটি ভুয়ো অফিস চালাচ্ছিলেন। রাজডাঙার অফিসের পর দেবাঞ্জনের বাড়িতেও তাঁকে নিয়ে গিয়ে তল্লাশি চালানো হয়। ফের আজ দুপুর সাড়ে ৩টে নাগাদ কসবার অফিসে তল্লাশি চালাতে পৌঁছায় গোয়েন্দা বিভাগের অফিসারেরা। সেখানে দেবাঞ্জনের ৪ তলার অফিস ঘরে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ত্রি ডি স্ক্যানারের মতো অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়। পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে পুলিশ।