Metro Service Resume: ভিড় কমাতে দিনে ১৯২টির বদলে দমদম পর্যন্ত চলবে ২০৮টি মেট্রো

Continues below advertisement
আজ থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে আনলক মেট্রো পরিষেবা (Kolkata Metro) । মেট্রো রেলের সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত কর্তৃপক্ষের। ১৯২টির বদলে এবার থেকে চলবে ২০৮টি মেট্রো। ২০৮টি মেট্রো চলবে দমদম পর্যন্ত। দক্ষিণেশ্বর অবধি যাবে ১৩৮টি মেট্রো। সকাল ৮টায় প্রথম মেট্রো, রাত ৮টায় ছাড়বে শেষ মেট্রো।

আজ থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে শুরু হয়েছে মেট্রো পরিষেবা। এই পরিষেবা পাওয়া যাবে সপ্তাহে ৫ দিন, অর্থাৎ, সোমবার  থেকে শুক্রবার। আগের মতোই, শনিবার চলবে স্টাফ স্পেশাল মেট্রো। মেট্রো রেল সূত্রে খবর, সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চালানো হবে মেট্রো। নিউ গড়িয়া-দক্ষিণেশ্বর রুটে আপ ও ডাউন মিলিয়ে ২০৮টি মেট্রো চালানো হবে। ইস্ট-ওয়েস্টে চলবে ৪৮টি মেট্রো। রাজ্যে কার্যত লকডাউন যবে থেকে শুরু হয়েছিল, তবে থেকে বন্ধ ছিল স্বাভাবিক মেট্রো পরিষেবা। প্রথমে শুরু হয় স্টাফ স্পেশাল ট্রেন। প্রথমে ৪০, পরে তা বেড়ে হয় ৬২। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram