Dilip Ghosh on Bus Service: 'অবিলম্বে চালু হোক লোকাল, মেট্রো', দাবি দিলীপের

Continues below advertisement

“ভোগান্তির শিকার সাধারণ মানুষ। যা বাস চলছে তা পর্যাপ্ত নয়। অবিলম্বে চালু হোক লোকাল ট্রেন, মেট্রো পরিষেবা”, ফের দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি (BJP State President) দিলীপ ঘোষ। তিনি (Dilip Ghosh) বলেন, “আপনি লোকাল ট্রেন চালু করছেন না, আপনি মেট্রো চালু করছেন না। এদিকে অফিস চালু হয়ে গেল। মাত্র ৩০০০ বাস দিয়ে কী হবে? একটা পাড়াতেই এত লোক বাস করে যে ৩০০০ বাস লাগে। কীসের ভিত্তিতে ৩০০০ বাস? যদি বাস চালু করতেই হয় তবে সব বাস চালু করা হোক। আর বাকি বাসমালিকরাই বা কী দোষ করলেন? সাধারণ মানুষ যারা গণপরিবহন (Public Transport) ব্যবহার করেন তাঁরা কী করে গন্তব্যে যাবেন? চালু করতে হলে পুরোদমে চালু করুন। এই ক’টা বাস চললে সংক্রমণ হবে না? লোকাল ট্রেন (Local Train), মেট্রো এবং ধীরে ধীরে সব চালু করা উচিত।“ এদিকে, খুলে গিয়েছে অফিস। অথচ বেসরকারি বাস কার্যত নেই। তার ফলে কলকাতায় দিনভর নাজেহাল হলেন নিত্যযাত্রীরা। উত্তরে শ্যামবাজার থেকে দক্ষিণের গড়িয়া, গোটা শহরজুড়েই প্রায় একই ছবি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram