Durga Puja 2021: ভবানীপুরের মুখার্জী ঘাট সর্বজনীন ধর্মপ্রসারিণী সমিতির শতবর্ষের থিম 'দেবাদিদেব'| Bangla News

সানাইয়ের সুর বেজে উঠেছে আকাশে বাতাসে। শরতের আগমনি। কিন্তু সেই শরৎ এবার শততম বর্ষে ভবানীপুরের মুখার্জী ঘাট সর্বজনীন ধর্মপ্রসারিণী সমিতিতে। এবছর তাদের ১০০ বছরের পুজো। তাই আবেগ, উদ্দীপনা সবটাই আলাদা। এবারে তাদের থিমের নাম 'দেবাদিদেব'। শিব এবং পার্বতীর সমন্বয়কে তুলে ধরা হয়েছে এই পুজোয়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola