Durga Puja 2021: চতুর্থীতেই জমজমাট কলকাতা, সময়ের সঙ্গে রাস্তায় উৎসাহী মানুষের ভিড় | Bangla News

করোনা আবহে দ্বিতীয় দুর্গোৎসব। চতুর্থীতেই জমজমাট তিলোত্তমা। পুরোপুরি পুজোর মুডে বাংলা। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, আলোর মেলায় সেজেছে গোটা শহর। শহরের সব রাস্তাই যেন শেষ হচ্ছে নামী পুজোর মণ্ডপে। চতুর্থীতে চোখ রাঙাতে ছাড়েনি প্রকৃতি। আজ সকাল থেকেই ছিল মেঘ-রোদ্দুরের লুকোচুরি। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola