Durgapuja 2021: কোভিডের কঠিন সময়ে ছেঁড়া-ফাটা জীবনের গল্প সন্তোষপুর ত্রিকোণ পার্কের মণ্ডপে| Bangla News

Continues below advertisement

সন্তোষপুর ত্রিকোণ পার্কের এ বছর ৭২তম বর্ষের পুজো। তাদের এবারের থিম 'এ এক অন্য বিবরণ'। গোটা মণ্ডপের বিভিন্ন অংশে ছোটো ছোটো টিনের ঘর, কোথাও আবার হলুদ ট্যাক্সি, আবার কোথাও হাতে টানা রিক্সা তো অন্য কোথাও মালবহনকারী ঠেলা গাড়ি, এছাড়াও নির্মাণ কাজের সঙ্গে যুক্ত মানুষজনের বিভিন্ন সামগ্রী দেখা যাচ্ছে। সেই সমস্ত মানুষজনের জীবন কাহিনীকেই তুলে ধরা হয়েছে এই মণ্ডপে। প্রসঙ্গত, সন্তোষপুর ত্রিকোণ পার্ক এবারের পুজোয় শুধু একটা মণ্ডপ তৈরি করছে তা নয়, তারা তুলে ধরতে চাইছে বর্তমান কঠিন সময়ের একটি দলিল। মানুষের জন্য পুজো করে মানুষের মন জয় করতে তৈরি এখানকার শিল্পী থেকে উদ্যোক্তা, সকলেই।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram